বোস্টনে বাংলাদেশি লম্পটের সাজা কমাতে আদালতে সুপারিশ করেনি আইসিসিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের আদালতে আটক বোস্টন আওয়ামীলীগের লম্পট নেতার সাজা কমাতে আদালতে কোন সুপারিশপত্র পাঠাননি বাংলাদেশি পরিচালনাধীন ইসলামিক কালচারাল সেন্টার অব মেডফোর্ড (আইসিসিএম)। গত সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ফোনে এ বিষয়টি বাংলা প্রেস’কে নিশ্চিত করেছেন আইসিসিএম-এর প্রেসিডেন্ট মোহাম্মদ ইলিয়াস মাসুদ ও জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মোস্তফা।
তারা উল্লেখ করেন কোন লম্পটের জন্য কোন মসজিদ ও মাদ্রাসা কমিটির কর্মকর্তারা এহেন গর্হিত কাজ করতে পারেন না। ইসলাম ধর্ম ও শরিয়ত বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত
কারো জন্য কোন সুপারিশ করার কোন ইখতিয়ার নেই কোন মসজিদ ও মাদ্রাসা কমিটির। সালেম-এর কৃষ্ণাঙ্গ নারীকে গালাগালি সহযোগে দৈহিক আক্রমণ ও শ্লীলতাহানীর অভিযোগে কারাগারে আটক আসিফ আহমেদ চৌধুরী ওরফে আসিফ বাবু (৬২)-এর জন্য আইসিসিএম-এর পক্ষ থেকে কোন প্রকার সুপারিশপত্র আদালতে পাঠানো হয়নি। যদি আইসিসিএম পক্ষ থেকে কেউ গোপনে এ ধরনের পত্র পাঠিয়ে থাকেন প্রমাণ পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন আইসিসিএম-এর প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি। কমিটির ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন চৌধুরী এবং অন্যতম সদস্য মোহাম্মদ ওসমান গণি বলেন, সুন্দর ও সুষ্ঠ পরিবেশে আমরা ইসলামিক কালচারাল সেন্টার অব মেডফোর্ড (আইসিসিএম) পরিচালনা করে আসছি। অদ্যাবদি কোন অন্যায় কাজকে আমরা সমর্থন করি নাই এবং ভবিষ্যতেও করবো না সেটা কোন বাংলাদেশি হোক আর কোন বিদেশি হোক।
আইসিসিএম-এর সাবেক ডাইরেক্টর নিকোল মোরসালেমের সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি আসিফ বাবু পক্ষে সুপারিশপত্র পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন তবে সেটা তিনি পাঠিয়েছে তার ব্যক্তিগত উদ্যোগে। তার কাছে উক্ত সুপারিশ পত্রে কপি চাওয়া হলে প্রথমেই দিতে রাজি হন এবং পরক্ষণেই তিনি আইসিসিএম-এর অপর আরেকজন ডাইরেক্টর ও সাবেক প্রেসিডেন্ট হুমায়ুন মোর্শেদের সাথে কথা বলে তিনি সেটি পাঠাবনে বলে জানান। কিছুক্ষণ পর তিনি ক্ষুদে বার্তা পাঠিয়ে জানান যেহেতু মামলা্টি পেন্ডিং আছে সেহেতু আমি লিগ্যাল টিমকে বিষয়টি জনাবো এবং তারাই এ চিঠিটা পাঠিয়ে দেবেন। তার কাছে লিগ্যাল টিমের ফোন নম্বর চাওয়া হলে লিগ্যাল টিমের সাথে সরাসরি যোগাযোগের কোন নম্বর নেই বলে তিনি উল্লেখ করেন। আইসিসিএম-এর ডাইরেক্টর ও সাবেক প্রেসিডেন্ট হুমায়ুন মোর্শেদের সাথে ফোনে ও ক্ষুদে বার্তার মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিপি।এসএম