Home বাংলাদেশরাজশাহী রাজশাহীতে গৃহবধূর গোসলের ভিডিও ধারণ, যুবকের ১৩ বছর কারাদণ্ড

রাজশাহীতে গৃহবধূর গোসলের ভিডিও ধারণ, যুবকের ১৩ বছর কারাদণ্ড

A+A-
Reset

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে গোপনে এক নারীর গোসলের ভিডিও ধারণ করার অপরাধে আরিফুর রহমান আরিফ নামের এক যুবককে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ১৫ লাখ টাকা জরিমানা করেন বিচারক।

বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামী আদালতে ছিলেন না বলে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান।

সাজাপ্রাপ্তার আরিফুর রহমান (৩৮) বগুড়া সদর থানার উপশহর এলাকার মৃত দেওয়ান আক্তারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের জুলাইয়ে আসামি আরিফ ভুক্তভোগী গৃহবধূর বাসায় গোপন ক্যামেরা লাগিয়ে গোসলের ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও ব্ল্যাকমেল করে পাঁচ লাখ টাকা দাবি করেন। এ ঘটনায় তার স্বামী মামলা করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে ডিজিটাল নিরাপত্তা আইনের তিন ধারায় আসামিকে ১৩ বছর সশ্রম কারাদণ্ড ও ১৫ লাখ টাকা জরিমানা করেন আদালত। আইনজীবী ইসমত আরা বলেন, আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী