Home বাংলাদেশ আ. লীগ ক্ষমতায় থাকার জন্য ইতিহাসকে বিকৃত করছে : মোশাররফ

আ. লীগ ক্ষমতায় থাকার জন্য ইতিহাসকে বিকৃত করছে : মোশাররফ

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: ক্ষমতায় থাকার জন্য ইতিহাসকে বিভিন্নভাবে বিকৃত করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তাদের সঙ্গে সত্যের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তারা গণতন্ত্রকে হত্যা করে বা-কশাল প্রতিষ্ঠা করেছিল। তারা সংবিধানকে ছুড়ে ফেলে দিয়েছিল। এদেশে সমাজতান্ত্রিক অর্থনীতির নামে তারা লুটপাটের অর্থনৈতিক ব্যবস্থা করেছিল।
দেশ স্বাধীন হওয়ার পর রক্ষী বাহিনী তৈরি করে আওয়ামী লীগ সরকার দেশে গুম ও বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করেছিল বলে মন্তব্য করেন মোশাররফ।

তিনি আরও বলেন, আমরা যখনই শান্তিপূর্ণ কর্মসূচি দেই, সরকার বলে আমরা নাকি ভায়োলেন্স করব। অথচ আওয়ামী লীগের আমলে রক্ষী বাহিনী তৈরি করে দেশের ২০ হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিল। ওরা দেশে গুম ও বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করেছিল।

এসময় উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি মির্জা আফরোজা আব্বাস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ আরও অনেকে।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী