নিউ ইয়র্ক প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের বাৎসরিক কীর্তন সম্পন্ন হলো জ্যাকসন হাইটসের ওম শক্তি মন্দিরে । স্থানীয় সময় ২৭ মে রবিবার সুর্যোদয় থেকে মধ্য রাত অবধি চলে প্রায় ২৫ টি কিত্তনিয়া দলের নাম সংর্কিত্তন যার মধ্যে উল্লেখ্যযোগ্য ছিল নামসূধা সংঘ, রাধাগোপাল সোসাইটি, সনাতন সেবাশ্রমের পরিবেশনা। এতে শত শত বাংলাদেশী হিন্দু পূর্নাথীর উপস্থিতিতে মন্দির প্রাঙ্গন পরিনত হয় বাংলাদেশীদের মিলন মেলায় । সকাল থেকেই সব বয়সের ভক্তবৃন্দ হাজির হন মন্দির প্রাঙ্গনে ।অনুষ্ঠানে নিউইয়র্ক, নিউজার্সি, ও কানেকটিকাটের কিত্তনিয়া দলের পরিবেশনায় বিমুগ্ধ হন সনাতন ভক্তবৃন্দ । সকালে দুধ,গঙ্গাজল ও মন্ত্র জপে পুরোহিত শ্রী প্রভাষ চক্রবর্তী কীর্তনের শুভ সূচনা করেন । আগত পূণ্যাথীদের স্বাগত জানান অসীম দে শংকর, স্বপন কুন্ডু, গৌরাঙ্গ রায় ও স্বরূপ সাহা । কীর্তনের পরিবেশনার মাঝে প্রসাদ বিতরন ও ছিল ভক্তবৃন্দের জন্য । সম্মিলিত আরতী ও বিশ্ব মানবতার জন্য শান্তি প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয় ।
285