সিদ্দিককে প্রাক্তন স্ত্রীর হুমকি !
বাংলাপ্রেস ডেস্ক: জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান ২০১২ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন মারিয়া মিমকে। এক বছর পর ২০১৩ সালের ২৫ জুন জন্ম নেয় তাদের পুত্রসন্তান আরশ। তবে ২০১৮ সালে মিম মডেলিং ও অভিনয়ে ক্যারিয়ার গড়তে চাইলে রাজি হননি সিদ্দিক। এ নিয়ে সৃষ্ট জটিলতায় বিচ্ছেদ হয়ে যায় দুজনের।
এই অবস্থায় সিদ্দিকের বিরুদ্ধে মামলার হুমকি দিলেন তার প্রাক্তন স্ত্রী মডেল-অভিনেত্রী মারিয়া মিম। সাবেক স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনে ফেসবুকে এই হুমকি দিয়েছেন তিনি।
মিম লিখেছেন, আরশের পরীক্ষা শেষ হওয়ার কারণে কয়েকদিনের জন্য ওর বাবার বাসায় গিয়েছিল। এটা যেতেই পারে বেড়াতে, স্বাভাবিক। যখন আমি আরশকে বাসায় নিয়ে আসি তখন বোঝা যায় ওকে ব্রেনওয়াশ করা হয়েছে। এটা আবার দু-তিন দিন পর ঠিক হয়ে যায়। আবার সবকিছু নরমাল হয়ে যায়।
বিপি>আর এল