ব্লু টিকের দাম জানালো টুইটার

বাংলাপ্রেস ডেস্ক
১৯ জানুয়ারী, ২০২৩

বাংলাপ্রেস ডেস্কঃ এখন থেকে ব্লু টিকযুক্ত টুইটার অ্যাকাউন্টের জন্য প্রতি মাসে দিতে হবে ১১ ডলার করে। অ্যান্ড্রোয়েড ও অ্যাপেল উভয়ের জন্যই মাসিক চার্যটি প্রযোজ্য হবে। তবে বার্ষিক চার্জ কিছুটা কম হবে বলে জানিয়েছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার।

বুধবার টুইটার তাদের এ সাবস্ক্রিপশন ফি’র কথা জানায়। পুরো বছরের জন্য ব্লু টিকযুক্ত টুইটার ব্যবহার করতে চাইলে তাকে গুনতে হবে ৮৪ ডলার।

এর আগে টুইটারের নিয়ম অনুযায়ী যেকোনো শিল্পী, পাবলিক ফিগার কিংবা রাজনীতিবিদ চাইলেই বিনা পয়সায় আইডি ভেরিফায়েড করতে পারতেন। তবে এখন থেকে সবাইকেই গুনতে হবে টাকা।

টুইটার কিনে নেয়ার পর ব্লু মার্ক অর্থাৎ ভেরিফায়েড আইডির জন্য ব্যবহারকারীকে টাকা গুনতে হবে বলে আগেই ঘোষণা দিয়েছিলেন ইলন মাস্ক।

এছাড়া কিছু সীমিত দেশের নাগরিকরা প্রতি মাসে ৮ ডলারে এই সুযোগ পাবেন। দেশগুলো হলো, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জাপান, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া।

বিপি>আর এল