১২ হাজার কর্মী ছাঁটাই করবে গুগল

বাংলাপ্রেস ডেস্ক
২০ জানুয়ারী, ২০২৩
Mountain View, California, USA – March 28, 2018: Google sign at Google’s headquarters in Silicon Valley. Google is an American technology company.

বাংলাপ্রেস ডেস্ক: গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকপোরেট প্রায় ১২ হাজার বা ৬ শতাংশ কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। শুক্রবার গুগল এ কথা জানিয়েছে বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে।

রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে আমাদের প্রতিষ্ঠান দ্রুত কর্মী সংখ্যা বাড়িয়েছে। যেসব সিদ্ধান্ত আমাদের এই অবস্থানে এনেছে, তার পুরো দায় আমি নিচ্ছি।

এর আগে, গুগলের প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফট করপোরেশন ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল। অ্যালফাবেট ইতোমধ্যে ছাঁটাই হওয়া মার্কিন কর্মীদের ই-মেইল করেছে। ই-মেইলে বলা হয়েছে, স্থানীয় কর্মসংস্থান আইন ও অন্যান্য কারণে বাকি দেশের প্রক্রিয়া শেষ হতে আরও সময় লাগবে।

সুন্দর পিচাই বলেন, আমাদের লক্ষ্য, পণ্য ও সেবার মান এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রাথমিক বিনিয়োগ নিয়ে সামনে বড় সুযোগের বিষয়ে আমি আত্মবিশ্বাসী।

বিপি>আর এল