Home আন্তর্জাতিক গ্রিন কার্ডের নকশা বদলালো যুক্তরাষ্ট্র

গ্রিন কার্ডের নকশা বদলালো যুক্তরাষ্ট্র

by bnbanglapress
A+A-
Reset

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের কাছে সোনার হরিণ নামে খ্যাত পারমানেন্ট রেসিডেন্ট কার্ড (গ্রিন কার্ড)এর নকশা বদলানো হয়েছে। একই সাথে নকশা বদলানো হয়েছে কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট। গত ৩০ জানুয়ারি থেকে ইউএস সিটিজেনশীপ এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) নতুন ডিজাইনের গ্রিন কার্ড সরবরাহ করতে শুরু করেছে। নতুন এই পারমানেন্ট রেসিডেন্ট কার্ড (গ্রিন কার্ড) ও এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট (ওয়ার্ক পারমিট) কারিগরি দিক দিয়ে অনেক অগ্রসর। বিশেষ করে ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ। দেখতেও আগের গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিটের চেয়ে ভিন্ন।
ইউএসসিআইএস পরিচালক এম যাদৌ বলেছেন, ডকুমেন্টস ট্যাম্পারিং রোধে নতুন কার্ড খুবই কার্যকর। পুরাতন কার্ড এক্সপায়ার্ড না হওয়া পর্যন্ত বহাল থাকবে। তবে এজেন্সীর স্টকে থাকা পূরনো কার্ডগুলো শেষ করতে কিছু গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট পুরনো কার্ডেই ইস্যু হচ্ছে।

বিপি।এসএম

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী