Home আন্তর্জাতিক লাস ভেগাসে জুয়া খেলে ৮২ কোটি টাকা হারল মার্কিন নারী

লাস ভেগাসে জুয়া খেলে ৮২ কোটি টাকা হারল মার্কিন নারী

by bnbanglapress
A+A-
Reset

নিজস্ব প্রতিবেদক: লাস ভেগাসের একটি ক্যাসিনোতে পার্টি করতে গিয়ে তার কোম্পানির ১০ মিলিয়ন ডলার (৮২ কোটি টাকা) উড়িয়ে দিলেন এক নারী। মার্কিন যুক্তরাষ্ট্রের অরেঞ্জ কাউন্টির বাসিন্দা সারা জ্যাকলিন কিং, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের একটি ঋণদানকারী সংস্থা এলডিআর ইন্টারন্যাশনাল লিমিটেডের আইনজীবী হিসাবে কাজ করতেন। নিজের ব্যক্তিগত কাজের জন্য কোম্পানির তহবিল ব্যবহার করার অভিযোগ উঠেছে সারার বিরুদ্ধে। লাস ভেগাস স্ট্রিপের উইনে একটি ব্যয়বহুল জীবনযাপন করার জন্য অর্থ ব্যবহার করার পরে সংস্থাটি কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে। সংস্থাটি অভিযোগ করেছে যে আইনজীবী ক্লাব রিসোর্টে দীর্ঘ সময়ের জন্য থাকতেন এবং ২৪ ঘন্টা জুয়া খেলতেন। তারা বিরুদ্ধে মামলার কারণ হিসেবে লিখিত চুক্তির লঙ্ঘন, জালিয়াতি এবং সম্পত্তি চুরির উল্লেখ করা হয়েছে। এলডিআর দাবি করেছে যে তারা ২০২২ সালের জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে কিং -কে দেয়া লোনের পরিমান বাড়িয়েছে। মামলায় বলা হয়েছে-সারা জ্যাকলিন কিং সমস্ত তহবিল ব্যয় করেছেন এবং তার নামে কোনও অর্থ অবশিষ্ট নেই। সারার প্রাক্তন স্বামী মরক্কোতে পালিয়ে গেছে, মনে করা হচ্ছে তিনি এলডিআরের বিরুদ্ধে জালিয়াতির সাথে জড়িত ছিলেন। তবে মামলায় পক্ষ হিসেবে তার নাম নেই। সারা জ্যাকলিন কিং-কে উত্তর দেবার জন্য ২০ দিন সময় দেয়া হয়েছে। তারপর আদালতের পরবর্তী শুনানির দিন ধার্য করা হবে।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী