বাংলাপ্রেস ডেস্ক : সুদানের রাজধানীর বিভিন্ন স্থানে বিমান হামলায় শিশুসহ এ পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন। শনিবার (১৭ জুন) রাজধানী খার্তুমের বিভিন্ন স্থানে এই হামলা চলে বলে রোববার এক প্রতিবেদনে জানিয়েছে আল আরাবিয়া। প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য বিভাগ সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে ১৭ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে ৫জন শিশু। এছাড়াও বিমান হামলায় ২৫টি বাড়ি ধ্বংস হয়েছে বলে উল্লেখ করেছে স্বাস্থ্য বিভাগ।
শুক্রবার পশ্চিম খার্তুমের আল লাম্মাব এলাকায় বিমান হামলায় অন্তত ১৩ জনে নিহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন। শনিবার দক্ষিণ ওমরডুরানে অজস্র বাসাবাড়িতে বোমা ফেলা হয়েছে। সেখানে অন্তত একজন নিহত হয়েছেন। বেইত আল মাল এলাকার স্থানীয় কমিটি বিষয়টি নিশ্চিত করেছে। শারক-এল-নিল জেলায় বিমান হামলা চালিয়ে একটি পরিবারকে হত্যা করেছে আরএসএফের সদস্যরা। সুদানের সেনাবাহিনীর একজন শীর্ষ জেনারেল দেশটির আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) বিরুদ্ধে হামলা বাড়ানোর হুমকি দেওয়ার একদিন পর এই বিমান হামলা ও প্রাণহানির ঘটনা ঘটলো।
গত ১৫ এপ্রিল খার্তুমে সুদানের সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে লড়াই শুরু হয়। আর চলতি জুন মাসের প্রথম দিকে আরএসএফ খার্তুমের ইয়ারমুক এলাকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার দাবি করে।
বিপি/এফআই