বাংলাপ্রেস ডেস্ক : হন্ডুরাসের একটি কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষে অন্তত ৪১ জন নারী নিহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে পুড়িয়ে মারা হয়েছে। মঙ্গলবার দেশটির রাজধানী তেগুসিগাল্পার প্রায় ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে তামারার কারাগারে এ ঘটনা ঘটেছে।
জাতীয় পুলিশ তদন্ত সংস্থার মুখপাত্র ইউরি মোরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনকে গুলি করে হত্যা করা হয়েছিল। অন্তত সাতজন নারী বন্দিকে গুরুতর অবস্থায় তেগুসিগালপা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো একে ‘ভয়াবহ হত্যা’ হিসাবে বর্ণনা করে বলেছেন, এ ঘটনা তাকে হতবাক করেছে। এর জন্য তিনি দেশটির শক্তিশালী সন্ত্রাসী গ্যাংকে দায়ী করেছেন। বন্দীদের পরিবারের জন্য একটি সমিতির সভাপতি ডেলমা অর্ডোনেজ রয়টার্সকে বলেছেন, কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্যাং ব্যারিও ১৮ এবং মারা সালভাত্রুচা এর সদস্যদের মধ্যে বিবাদ থেকে এ সহিংসতার সূত্রপাত।
বিপি/ এফআই