Home আন্তর্জাতিক ইসরায়েলে রকেট হামলায় ১১ জন আহত

ইসরায়েলে রকেট হামলায় ১১ জন আহত

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: লেবানন থেকে চালানো রকেট হামলায় ইসরায়েলে ১১ জন আহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, মধ্য ইসরায়েলকে লক্ষ্য করে তিনটি রকেট হামলা চালানো হয়। এ সময় শ্যারন এবং ড্যান অঞ্চলে সতর্ক সংকেত বেজে ওঠে।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, আক্রান্ত এলাকা চিহ্নিত করা হয়েছে, তবে রকেট নাকি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

ইসরায়েলের মেগান ডেভিড আদম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, মধ্য আরব ইসরায়েলি শহরে লেবানন থেকে চালানো রকেট হামলায় ৭ জন আহত হলেও পরে তা বেড়ে দাঁড়ায় ১১ জনে।

এদিকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় গতকাল থেকে আজ পর্যন্ত ৫২ জন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। লেবানন কর্তৃপক্ষের দাবি হামলা চালানোর আগে বাসিন্দাদের সরে যেতে কোনো ধরনের সতর্কবার্তা দেয়া হয়নি।

গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েল হামলা শুরু করলে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে এবং যুদ্ধ বন্ধে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে হিজবুল্লাহ। হামলায় উত্তর ইসরায়েলের বাসিন্দারা টিকতে না পেরে ওই এলাকা থেকে অন্যত্র সরে যান। তবে তেল আবিব সম্প্রতি লেবানন হামলা জোরদার করেছে। বিশেষ করে হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহ সহ আরও কয়েকজন নেতাকে হত্যার পর ব্যাপক আকারে বৈরুতসহ আশেপাশের শহরগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। সূত্র: টাইমস অব ইসরায়েল

 

বিপি/টিআই

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী