Home আন্তর্জাতিক ট্রাম্পের জয়লাভের প্রত্যাশা উপদেষ্টাদের

ট্রাম্পের জয়লাভের প্রত্যাশা উপদেষ্টাদের

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

 

মিনারা হেলেন: সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। তাদের অভ্যন্তরীণ জরিপগুলোতে তাকে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের থেকে এগিয়ে দেখাচ্ছে, বিশেষ করে নির্বাচনের শেষ সপ্তাহান্তে। তবে তারা স্বীকার করছেন যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল আসলে কোন দিকে গড়াবে, তা সম্পর্কে এখনও তাদের স্পষ্ট কোনও ধারণা নেই।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ট্রাম্পের উপদেষ্টাদের এই আত্মবিশ্বাসের পেছনে মূলত দুটি কারণ রয়েছে। প্রথমত, কিছু জরিপে দেখা গেছে, ট্রাম্প প্রতিটি গুরুত্বপূর্ণ রাজ্যে এগিয়ে আছেন এবং নেভাডাসহ আরও কিছু রাজ্যে প্রাথমিক ভোটে রিপাবলিকানদের এগিয়ে থাকা থেকে ধারণা করা হচ্ছে যে এসব রাজ্যগুলো হয়তো হ্যারিসের জন্য কঠিন হয়ে পড়ছে। দ্বিতীয়ত, জরিপগুলোর আরেকটি দিক হলো – দেশের বেশিরভাগ মানুষ মনে করেন দেশটি ভুল পথে চলছে। ট্রাম্পের প্রচারণা শিবির এটিকে ইতিবাচক সংকেত হিসেবে দেখছে। এই অবস্থাকে জয়ী হওয়ার সম্ভাবনার প্রাথমিক লক্ষণ হিসেবে গণ্য করছে তারা।
নির্বাচনি বিশ্লেষক নেট সিলভার ট্রাম্পের জয়ের সম্ভাবনা ৫৫ শতাংশ এবং হ্যারিসের সম্ভাবনা ৪৫ শতাংশ বলে উল্লেখ করেছেন। এটি ট্রাম্প শিবিরে কিছুটা আত্মবিশ্বাস যোগাচ্ছে। তবে একাধিক উপদেষ্টা, জরিপকারী ও ট্রাম্পের ঘনিষ্ঠদের মতে, বর্তমান অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী হলেও তারা কিছুটা উদ্বিগ্ন।
প্রচারাভিযানে দৃশ্যমান আত্মবিশ্বাসের প্রকাশের পেছনে এক কৌশলও রয়েছে। ট্রাম্পের সহকর্মীরা বলেছেন যে, নিউ মেক্সিকো ও ভার্জিনিয়ায় ট্রাম্পের সাম্প্রতিক একক জনসভাগুলো নির্বাচনি মানচিত্র বিস্তৃত করার প্রচেষ্টা হিসেবে চালানো হচ্ছে। যদিও নিউ মেক্সিকো সফরটি মূলত একজন দাতার অনুরোধেই হয়েছে বলে জানা গেছে। প্রচারণার কৌশল হিসেবে এই আত্মবিশ্বাসী বার্তা হয়তো ফলাফল নিয়ে প্রতিযোগিতা করার জন্যও প্রস্তুতি হিসেবে কাজে লাগতে পারে। বিশেষ করে যদি হ্যারিস সামান্য ব্যবধানে জয়লাভ করেন এবং গণতান্ত্রিক ভোটের একটি ঢেউ তাকে বিজয়ের প্রান্তে নিয়ে আসে।
সাম্প্রতিক এক বক্তব্যে ট্রাম্প বলেছেন, যদি ঈশ্বর স্বর্গ থেকে নেমে এসে ভোট গুনতেন, আমরা নিশ্চিতভাবেই ক্যালিফোর্নিয়াসহ অনেক রাজ্যে জয়ী হতাম। এই ধরনের বক্তব্য দিয়ে তিনি তার সম্ভাবনাকে দৃঢ় করার চেষ্টা করেছেন।
তবে একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে যে, ট্রাম্প শিবিরে গুরুত্বপূর্ণ পেনসিলভেনিয়া রাজ্য নিয়ে উদ্বেগ রয়েছে। যদিও কিছু অভ্যন্তরীণ জরিপে ট্রাম্পকে এগিয়ে দেখানো হয়েছে। সম্প্রতি জরিপের ফলাফল এতটাই আশাব্যঞ্জক যে, এর নির্ভরযোগ্যতা নিয়ে সন্দেহ জন্মেছে।
এছাড়া, নর্থ ক্যারোলিনা নিয়ে ট্রাম্পের প্রচারণা দল উদ্বিগ্ন। যেটিতে এবারের নির্বাচনে জয়ী হওয়া তাদের অবশ্যকর্তব্য বলে মনে করা হচ্ছে। সপ্তাহের শেষের দিকে সেখানে ট্রাম্প বেশ কয়েকটি জনসভা করেন, যা এই উদ্বেগেরই ইঙ্গিত দেয়।
প্রাইমারি ভোটের রেকর্ড সংখ্যক রিপাবলিকান ভোট নিয়ে প্রচারণা দল কিছুটা আশাবাদী। কিন্তু একটি সন্দেহও রয়েছে যে প্রাইমারিতে অংশ নেওয়া এই ভোটাররা নির্বাচনের দিনেও ভোট দেবেন কিনা, নাকি তারা সম্পূর্ণ নতুন ভোটার।
প্রচারণার শেষ সপ্তাহে নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত এক সমাবেশ নিয়ে ট্রাম্প শিবির উদ্বেগ প্রকাশ করেছে। সেখানে বক্তাদের ভাষণ নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়, বিশেষ করে প্রথম বক্তা কমেডিয়ান টনি হিনচক্লিফের বক্তব্যে। ভাষণে লাতিনো ও কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীকে নিয়ে আপত্তিকর মন্তব্যে ভরা ছিল। পুয়ের্তো রিকোকে ‘ভাসমান আবর্জনার দ্বীপ’ বলে আখ্যা দেওয়া তার মধ্যে সবচেয়ে ক্ষতিকর মন্তব্য ছিল। পরে এই মন্তব্য থেকে দূরত্ব বজায় রাখতে প্রচারণা দল এক বিবৃতি দেয়, যদিও ইতোমধ্যে ব্যাপক নিন্দা ও ক্ষোভ সৃষ্টি হয়।
মার-এ-লাগোতে ট্রাম্প এই সমাবেশকে ‘ভালোবাসার উৎসব’ বলে উল্লেখ করায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। পেনসিলভেনিয়ায় হাজার হাজার পুয়ের্তো রিকান পরিবারের ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে প্রচারণা দল আশঙ্কা প্রকাশ করেছে।
ক্যাম্পেইনের শেষ পর্যায়ে ট্রাম্প তার বক্তব্যে আরও কঠোর ভাষা প্রয়োগ করছেন। অভিবাসীদের বিরুদ্ধে অভিযোগের ভাষা বাড়িয়ে এখন তাদের দাসত্বের বাণিজ্যের সঙ্গে জড়িত বলেও মন্তব্য করছেন তিনি। এদিকে হ্যারিস শিবির এই মন্তব্যগুলোকে বিভাজন সৃষ্টিকারী এবং একনায়কতন্ত্রের লক্ষণ হিসেবে তুলে ধরে তাকে পরাস্ত করার কৌশল অবলম্বন করছে। হ্যারিস মূলত গর্ভপাতের অধিকারে সমর্থন এবং জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে মধ্যপন্থি রিপাবলিকানদের আকৃষ্ট করতে চাইছেন।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী