Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন: এবারও ফল প্রকাশে বিলম্বের আশঙ্কা

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন: এবারও ফল প্রকাশে বিলম্বের আশঙ্কা

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

নিজস্ব প্রতিবেদক: গত ২০২০ সালের মতো এবারও যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশ বিলম্ব হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে আজ ভোটগ্রহণ চলছে। শেষ হবে স্থানীয় সময় সন্ধ্যায়। কিন্তু নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নাকি কমালা হ্যারিস জয়ী হয়েছেন তা জানতে হয়তো কয়েকদিনও লেগে যেতে পারে। মঙ্গলবারের এই নির্বাচন জাতীয় পর্যায়ে এবং সুইং স্টেটগুলোতে ক্রমশ কঠিন থেকে কঠিনের দিকে ধাবিত হচ্ছে। ফলে কিছু এলাকায় খুবই সামান্য ব্যবধানে জয় পেতে পারেন প্রার্থী। আবার এমনও হতে পারে যে, ভোট পুনরায় গণনা করার প্রয়োজন দেখা দিতে পারে। ২০২০ সালের পর অনেক রাজ্যে নির্বাচনে পরিবর্তন এসেছে। এর প্রেক্ষিতে সাতটি সুইং স্টেট সহ কিছু রাজ্যের ফল আসতে পারে অধিক ধীরগতিতে।
অন্যদিকে মিশিগানের মতো স্থানগুলোতে ভোট গণনা হতে পারে দ্রুতগতিতে। করোনা মহামারির কারণে আগের নির্বাচনের বেশির ভাগ ভোট পড়েছিল ডাকে। এবার তার চেয়ে অনেক কম ভোট ডাকে আসবে। এর আগে ২০২০ সালে নির্বাচন হয়েছিল ৩রা নভেম্বর মঙ্গলবার। কিন্তু ৭ই নভেম্বর শনিবার সকালের আগে পর্যন্ত জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করতে পারেনি মার্কিন টিভি নেটওয়ার্কগুলো। এবার নির্বাচিত প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান হবে ক্যাপিটল কমপ্লেক্স চত্বরে ২০২৫ সালের ২০শে জানুয়ারি সোমবার। এটি হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ৬০তম প্রেসিডেন্সিয়াল শপথ অনুষ্ঠান।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী