বাংলাপ্রেস ডেস্ক: শুধু মানুষ নয়, বিশ্বস্ত বন্ধু হতে পারে কুকুর-বিড়ালও। কুকুর-বিড়ালকে বাড়িতেই পোষেন অনেকে। আবার বেওয়ারিশ কুকুরের দৌরাত্মও আছে বিভিন্ন এলাকায়। সেসব এলাকায় তিক্ত অভিজ্ঞতারও শিকার হন কেউ কেউ। একারণে বেওয়ারিশ কুকুর নিধনের উদ্যোগ নেওয়া হয় সংশ্লিষ্ট কতৃপক্ষের পক্ষ থেকে। আবার এসবের সমালোচনাও ওঠে প্রাণীপ্রেমীদের পক্ষ থেকে। এবার রাজধানীর মোহাম্মদপুর অভিজাত আবাসিক এলাকা জাপান গার্ডেন সিটিতে বেওয়ারিশ কুকুরের দৌরাত্বের অভিযোগে, বেশ সংখ্যক কুকুর-বিড়ালকে বিষ দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে জেজিসি লাইফ সোসাইটি নামের একটি টিমে বিপক্ষে।
এমন ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে। হয়েছে হট্টগোলও। সেই সঙ্গে প্রাণিহত্যার নিন্দা জানানোর পাশাপাশি আইনি ব্যবস্থাও নেওয়ার তাগিদ দিয়েছেন প্রাণীপ্রেমিরা।
বিষয়টি নিয়ে ক্ষুব্ধ তারকারাও। অবলা প্রাণীর এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। বিষয়টি নিয়ে শনিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এতে তিনি অভিযোগ করেন, জাপান গার্ডেন সিটি আবাসিক এলাকায় বিষ প্রয়োগে ১০টি পথ কুকুর ও ১টি বিড়াল হত্যা করা হয়েছে। যা প্রাণিকল্যাণ আইন, ২০১৯ অনুযায়ী, আইনত দণ্ডনীয় অবরাধ। এঘটনায় এলাকাবাসী ও প্রাণীকল্যাণ সংস্থা পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে এর তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন এই অভিনেত্রী।
এদিকে, বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অভিনেত্রী জয়া আহসান। নিন্দা প্রকাশ করে সামাজিক মাধ্যমে জয়া আহসান লিখেছেন, ‘ক্ষুধার্ত কুকুরকে খাবার সেধে খাওয়ালো বিষ- ছয় কুকুর ও এক বিড়ালকে বিষ প্রয়োগে মেরে ফেলেছে জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন। প্রায় ৫ বছর ধরে এটি তারা চেয়েছিল। পারেনি স্থানীয় প্রাণিপ্রেমীসহ বিভিন্ন প্রাণীকল্যাণ সংস্থার প্রতিবাদে। আজ ঘটনা ঘটিয়ে দিল তারা’
এরপর তোলপাড় নেট দুনিয়া। এমন কর্মকাণ্ডে রীতিমতো ক্ষুদ্ধ হয়েছেন সালমান মুক্তাদিরও । এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমাদের সঙ্গে এসব কি ঘটছে! আমাদের আত্মা বলতে কিছু নেই, অনুভূতি নেই। মানুষ নিজেই জানোয়ার। পশু-পাখিদের জানোয়ার ডাকার কোনো পয়েন্ট নাই এখন আর। আমরা জানোয়ার হয়ে গেছি। প্রাণি হওয়ার জন্য প্রাণের প্রতি মায়া থাকতেই হবে। আল্লাহর গজব পড়ুক তোদের ওপর। তোরাও যখন মরবি, প্রতিটা নিশ্বাসে যেন তোদের এটা মনে করিয়ে দেয়। আমি আশা করি, তোরাও এভাবে ভুগবি।’
আলোচিত তারকা জ্যোতিকা জ্যোতিও এ নিয়ে ক্ষুব্ধ। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘মানুষ এতটা অমানুষ কিভাবে হয়? এতটা বিবেকহীন? জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন ছয়টি কুকুর আর একটি বিড়ালকে খাবারের সাথে বিষ দিয়ে মেরে ফেলেছে। আরও আগে থেকেই তারা এটি করতে চেয়েছিলো, পারেনি। এবার করেই ফেলল।’
তবে, জাপান গার্ডেন সিটির কমিটির সেক্রেটারি শাহানুর এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, এই ঘটনায় তার সম্পৃক্ততা নেই।
সম্প্রতি রাজধানীর মোহাম্মাদপুরের অভিজাত আবাসিক এলাকা জাপান গার্ডেন সিটিতে বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম বেড়েছে বলে অভিযোগ ওঠে। ফলে সেখানকার বাসিন্দারা এসব প্রাণিদের প্রতি একরকম তিক্ত অভিজ্ঞতার শিকার হচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেখানকার বাসিন্দারা কুকুরের প্রতি বিভিন্ন অভিযোগ এনে পোস্ট করেছেন। তাতে দেখা যায়, সেখানকার শিশুদের কুকুর কামড়েছে বলে অভিযোগ আনা হচ্ছে।
এমন অবস্থায় জাপান গার্ডেন সিটি বাসির পক্ষ থেকে বেওয়ারিশ কুকুর নিধনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা ছিল বহু আগেই। সম্প্রতিই তা ঘটানো হয়েছে। এর ফলে বেশ সংখ্যক কুকুরকে মেরে ফেলেছে জেজিসি লাইফ সোসাইটি নামের একটি টিম।
বিপি/কেজে