Home সাহিত্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাতে চলাফেরায় নিষেধাজ্ঞা জারি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাতে চলাফেরায় নিষেধাজ্ঞা জারি

by Dhaka Office
A+A-
Reset

জবি থেকে সংবাদদাতা : রাত ১০.৩০ এর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে অবস্থানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার ( ১০ সেপ্টেম্বর ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। উপাচর্যের নির্দেশক্রমে রেজিস্টার প্রোকৌশলী মো: ওহিদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছুদিন যাবৎ লক্ষ করা যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতের বেলা অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হচ্ছে।

তাই নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত ১০.৩০ মিনিট এর পর ছাত্র ছাত্রীদের অবস্থান না করার নির্দেশ প্রদান করা হলো। বিজ্ঞপ্তি প্রসঙ্গে প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, যেহেতু আমাদের হল নাই, অনাবাসিক প্রতিষ্ঠান তাই রাতে বাইরে না থেকে শিক্ষার্থীদের বাসায় চলে যাওয়া ভালো। তাই প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। আর ১০.৩০ এর পর বহিরাগত কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবিষয়ে রেজিস্টার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী