Home সাহিত্য অ্যাড. মোঃ ওমর ফারুক এর কবিতা

অ্যাড. মোঃ ওমর ফারুক এর কবিতা

by Dhaka Office
A+A-
Reset

 

হোক মানুষের পণ 

                                  ——- অ্যাড. মোঃ ওমর ফারুক

অশ্রু ঝরে দু’চোখ বয়ে
ব্যথিতের মনে ব্যাথা,
অনেক ব্যথিতের অন্তর কাঁদে
বলতে পারেননা কথা।

অন্তর দহন পোঁড়ায় তাঁদের
ব্যাথায় ডুকরে বুক,
তবু তাঁরা অন্যের মাঝে
বিলান আপন সুখ।

মুখখানা তাঁদের হাসি খুশি
ব্যাথায় কাঁদে মন,
কেউ শুনেননা কান্না তাঁদের
দুঃখ ভরা জীবন।

ব্যথিতের ব্যাথা যাদের জন্য
তাঁরা বুঝেননা ব্যাথা,
উল্টো তাঁরা আঘাত করে
শুনান দু’চার কথা।

কারো কপাল পোড়ল দেখে
কেউবা মজা করেন,
পোড়তে পারে আপন কপাল
বেমালুম ভুলে থাকেন।

অন্যের ব্যাথায় ব্যথিত হবেন
কাঁদবেন ব্যথিতের তরে,
এমন মানুষ গড়ে উঠুক
এই সমাজের ঘরে।

দুঃখি মানুষের সহায় হবো
করি শপথ গ্রহণ,
থাকব মানুষ মানবতার সেবায়
হোক মানুষের পণ।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী