বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বে করোনাভাইরাসে আরো প্রায় সাড়ে চার হাজার মানুষের মৃত্যু হয়েছে। গেলো ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১ লাখ ৮৯ হাজারের বেশি।
দিনে সর্বোচ্চ মৃত্যু দেখেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। একদিনে প্রাণ গেছে ১১’শ মানুষের। দোশটিতে মোট প্রাণহানি ৬৪ হাজার ছাড়িয়েছে। দিনে মৃতের তালিকায় এর পরের অবস্থানে মেক্সিকোতে প্রাণ গেছে সাড়ে ৬শ’ মানুষের। মোট প্রাণহানি প্রায় ৩০ হাজার।
ভারতে শনিবার রেকর্ড মৃত্যু হয়েছে ৬১০ জনের। মোট মৃত্যুর দিক থেকে ৭ম অবস্থানে উঠে এসেছে ১৩০ কোটি জনসংখ্যার দেশটি।
এদিকে, ১ লাখ ৩২ হাজারের বেশি মৃত্যু দেখা যুক্তরাষ্ট্রে কিছুটা কমছে প্রাণহানি। ভাইরাসটিতে সংক্রমিত হয়ে একদিনে মারা গেছেন আড়াইশো মানুষ। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি, ৫ লাখ ৩৩ হাজারের কাছাকাছি। মোট শনাক্ত ১ কোটি ১৩ লাখ ৭১ হাজারে বেশি।
বিপি/কেজে