Home Uncategorized ঢাকা-জলপাইগুড়ি আন্তঃদেশীয় ট্রেন: যাত্রাবিরতির দাবীতে সৈয়দপুরে মানববন্ধন

ঢাকা-জলপাইগুড়ি আন্তঃদেশীয় ট্রেন: যাত্রাবিরতির দাবীতে সৈয়দপুরে মানববন্ধন

by Dhaka Office
A+A-
Reset

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: আগামী ২৬ মার্চ ঢাকা-ভারতের নিউ জলপাইগুড়ি আন্তঃদেশীয় ‘সম্প্রীতি এক্সপ্রেস’ যাত্রীবাহী ট্রেনের যাত্রা শুরু হবে। ওই ট্রেনের সৈয়দপুরে যাত্রাবিরতির দাবীতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিারব (১৪ মার্চ) দুপুরে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে দুই ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার তিন শতাধিক লোক অংশ নেন। সাংবাদিক সাব্বির আহমেদ সাবের এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য বলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সদস্য রুহুল আলম মাস্টার, দৈনিক প্রথমআলো প্রতিনিধি এম আর আলম ঝন্টু, বাংলাদেশ জাসদ সৈয়দপুর শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান, নাট্য সংগঠক যুদ্ধাহত আতাউর রহমান ময়না, আ’লীগ নেতা সমাজসেবক মতি জোতদার, নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মতিয়ার রহমান দুলু, জাপা নেতা শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক, সাংবাদিক শাহজাহান আলী সরকার, সমাজসেবক রবিউল আউয়াল রবি, মৎস্যজীবি লীগের সভাপতি
ঈশা মিঠু, হিউম্যানিটি অব সৈয়দপুরের সভাপতি সূলতান মাহমুদ, সিটি কর্পোরেশন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক ও নিরাপদ সড়ক চাই সৈয়দপুর শাখার সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, হ্যালো সৈয়দপুরের অ্যাডমিন আব্দুল খালেক, সিটি কর্পোরেশন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক মাহবুব-উল-হাসান মুকুল, সেতুবন্ধনের সভাপতি আলমগীর হোসেন, জাগো সৈয়দপুরের মর্ডারেটর এনামুল হক প্রমুখ। সৈয়দপুরবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনটি সঞ্চালনা করেন সৈয়দপুর সিটি বাস্তবায়ন কমিটির আহবায়ক তামিম রহমান।

বক্তারা বলেন, বিভিন্ন কারণে এ অঞ্চলের মানুষ নিয়মিত ভারতে যাতায়াত করেন। ভৌগলিক বিবেচনায় হচ্ছে সৈয়দপুর রংপুর বিভাগের ৮ জেলাবাসীর সুবিধাজনক স্টেশন । এছাড়া এখানে রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর। তাই ঢাকায় গিয়ে আবারও সৈয়দপুর হয়ে ভারত যাওয়া এ অঞ্চলের মানুষের জন্য চরম বিড়ম্বনা। মানুষের কষ্ট লাঘবে এ স্টেশনে ইমিগ্রেশন সুবিধা সৃষ্টি করে সৈয়দপুরে ট্রেনটির যাত্রাবিরতি দিতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান বক্তারা।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী