Home Uncategorized দেবীগঞ্জ শতভাগ স্কাউটিং ঘোষণা করেন পঞ্চগড় জেলা প্রশাসক

দেবীগঞ্জ শতভাগ স্কাউটিং ঘোষণা করেন পঞ্চগড় জেলা প্রশাসক

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দেবীগঞ্জ উপজেলাধীন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কাব /স্কাউট দলগঠন নিশ্চিত হওয়ায়‌ ” শতভাগ উদযাপন “।

আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) দেবীগঞ্জ ময়নামতিচরে বাংলাদেশ স্কাউটিং পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা শাখা এর আয়োজন করেন। দেবীগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৪৫টি।মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৪৭ টি। মোট বিদ্যালয়ের সংখ্যা ১৯২টি।স্কাউট রেজিষ্ট্রেশন ও চার্টার নম্বর সম্পন্ন হয়েছে ৪৭ টি বিদ্যালয় এবং সকল মাধ্যমিক বিদ্যালয় সমূহ অনলাইনে রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে। দেবীগঞ্জ উপজেলায় শাপলা অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৩৬ টি।দেবীগঞ্জ উপজেলায় পিএস অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৪টি।

শতভাগ স্কাউটিং উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলাম। আরও উপস্তিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক চিশতী, উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান, দেবীগঞ্জ পৌর মেয়র আবু বকর সিদ্দিক আবু, স্কাউটিং এর দিনাজপুর অঞ্চলের সহ-কারী ট্রেইনার আরিফ বিল্লাহ চৌধুরী,দেবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জামাল হোসেন । দেবীগঞ্জ উপজেলার ১৯২ টি স্কুলের স্কাউট সদস্য বৃন্দ।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী