সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর পৌরসভার নবনির্বাচিত মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া শপথ গ্রহণের আগেই চমক দেখিয়ে যাচ্ছেন। অবৈধ বাজার দখল উচ্ছেদ, শহর সৌন্দর্যবর্ধনে ব্যানার পেষ্টুন, প্লে কার্ড ও পোষ্টার সরিয়ে নেয়া, বিজয়স্তম্ভ সংস্কার করাসহ তাঁর একের পর এক প্রশংসনিয় কর্মকান্ডে খুশি পৌরবাসী।
জানা যায়, নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পরের দিনই (২৯ নভেম্বর) তিনি লক্ষ্মীপুরে ঐতিহ্যবাহী মুরগীর বাজার অবৈধ দখল উচ্ছেদ করে আলোচনায় আসেন। স্থানীয়রা জানায়, কালের বিবর্তনে শহরের একমাত্র ঐতিহ্যবাহী মুরগীর বাজারটি তিন দিক থেকে দখল হয়ে যায়। বাকী প্রবেশমুখ অবৈধভাবে দখল করে নেয় এক নবনির্বাচিত কাউন্সিলর।
বিষয়টি মেয়র মাসুম ভুঁইয়ার দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ওই অবৈধ দখলদারদের উচ্ছেদ করেন। (০১ ডিসেম্বর) শহর সৌন্দর্যবর্ধনের স্বার্থে গুরুত্বপূর্ণ স্থান থেকে ব্যানার পেষ্টুন, প্লে কার্ড ও পোষ্টার (২৪ ঘন্টার ভেতর) সরিয়ে নিতে নির্দেশ দেন। পাশাপাশি মাইকিং করে নবনির্বাচিত কাউন্সিলরদের ব্যবস্থা নিতে অনুরোধ করেন। (০৫ ডিসেম্বর) গেজট প্রকাশের পর দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় পৌরশহরে শৃংখলা ফেরাতে সকল নেতাকর্মীর সহযোগিতা চায় নবনির্বাচিত এ মেয়র। সর্বশেষ শপথ গ্রহণের আগেরদিন (১১ ডিসেম্বর) শনিবার শহরের বিজয়স্তম্ভ এর সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজের শুভ সূচনা করেন মেয়র মাসুম ভুঁইয়া।
এদিকে (১৩ ডিসেম্বর) শপথ হওয়ার কথা থাকলেও তারিখ পরির্বতন হয়ে আগামীকাল (১২ ডিসেম্বর) রবিবার চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ করার কথা রয়েছে। নবনির্বাচিত এ মেয়রকে শপথ বাক্য পাঠ করাবেন চট্রগ্রাম বিভাগীয় কমিশনার মো: কামরুল হাসান এনডিসি।
পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া শীর্ষ সংবাদকে বলেন, আগামীকাল শপথ গ্রহণের পর শহরের যানজট নিরসন এবং মাদক মুক্ত পৌরসভা গড়তে কাজ করবো। ক্রমান্বয়ে পৌরবাসীকে একটি আধুনিক শহর উপহার দেয়ার চেষ্টা করবো। এবিষয়ে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন পৌরসভার নবনির্বাচিত এ মেয়র।
উল্লেখ, গত (২৮ নভেম্বর) লক্ষ্মীপুর পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে নৌকা প্রতীক নিয়ে মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া ৩৭ হাজার ৭শ’ ৪ ভোট পেয়ে নির্বাচিত হয়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকে পেয়েছেন মাত্র ২৫শ’ ১৮ ভোট। (০৫ ডিসেম্বর) পৌর মেয়র ও কাউন্সিলরদের গেজেট প্রকাশিত হয়। আগামীকাল (১২ ডিসেম্বর) রবিবার চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে লক্ষ্মীপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
বিপি/আর এল