সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: আজ নারীরা পুরুষের সাথে কাধেঁ কাধঁ মিলিয়ে কাজ করছে। শিক্ষকতা, চিকিৎসক, আইনজীবী, সেনাবাহিনী, পুলিশ সহ আরও অনেক বড় বড় দায়িত্বে নারীরা আজ কর্মরত রয়েছেন।যার ফলে পরিবার, দেশ লাভবান হচ্ছে। দেশের একটি বৃহৎ অংশ নারীজাতিকে অকর্মণ্য রেখে দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়। কিন্তু নারীরা শিক্ষিত হলেও আজও নারীরা পরিবারেকর্মস্থলে ঘরের বাহিরে নির্যাতিত হচ্ছে। কখনো শারীরিকভাবে কখনো বা মানসিকভাবে। উন্নত বিশ্বে নারীরা দিনে-রাতে অবাধ চলাচল করতেছে। তবে কি নারীদেরই নিরাপত্তাহীনতা নারীকে আবার ঘরে বন্দি করে রাখবে? আমরা কি পারিনা আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে। আমরা কি ভাবতে পারি না নারীরাও মানুষ?
আবারও
নোয়াখালির চাটখিল হয়ে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট দিতে যাওয়ার পথে এক গৃহবধূ (২৬) ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ চাটখিল থানায় নারীও শিশু নির্যাতন ধমন আইনে মামলা দায়ের করেন। এর আগে গত রোববার (২৬ ডিসেম্বর) উপজেলার গোবিন্দপুর সামার বাড়ির সামনে একটি এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জের বিনোদপুর গ্রামের গৃহবধূ। অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার (২৬ ডিসেম্বর) ৪র্থ ধাপে ইউ.পি নির্বাচনে পার্শ্ববর্তী লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের জয়পুর ইউনিয়নের বিনোদপুর আশ্রয়ন কেন্দ্রে ভোট দেওয়ার জন্য সকালে ওই গৃহবধূ তার দুই বছর বয়সী কন্যা সন্তানকে সাথে নিয়ে পায়ে হেঁটে যাচ্ছেন। পথে চাটখিলের খিলপাড়া ইউনিয়নের ইটপুকুরিয়া পাটোয়ারী বাড়ির রিকশা চালক সরোয়ার হোসেন (২৮) তাকে ভোট কেন্দ্রে নিয়ে যাবে বলে রিকশায় উঠতে বলে।
গৃহবধূ রিকশায় উঠলে তাকে গোবিন্দপুর গ্রামের সামার বাড়ির সামনে রাস্তার পার্শ্বে একটি খালি ভিটিতে জঙ্গলের আড়ালে নিয়ে ওই রিকশা চালক জোর পূর্বক ধর্ষণ করে। এসময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় নারীও শিশু নির্যাতন ধমন আইনে মামলা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামি পলাতক রয়েছে। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।
বিপি/কেজে