Home অন্যান্য তেঁতুলিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

তেঁতুলিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

হাফিজুর রহমান হাবিব. তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : “বিনা খরচে নিন আইনি সহায়তা-শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে (২৮ এপ্রিল) পঞ্চগড়েরর তেঁতুলিয়ায় বর্ণাঢ্য র‌্যালিও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।

দিবসটি পালনে উপজেলা লিগ্যাল এইড কমিটি তেঁতুলিয়ায় এবং আরডিআরএস বাংলাদেশ এর যৌথ আয়োজনে,ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে, ইউএসএআইডি’র প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে)” প্রকল্পের আওতা উপজেলা পরিষদ হল রুমে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক জন সচেতনতা বৃদ্দির লক্ষে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২২ পালন করা হয়।

এসময় উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসার সোহাগ সাহা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম, পিপিজে প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আতিকুর রহমান, প্রজেক্ট অফিসার দিপু চন্দ্র
দাস ও রফিকুল ইসলাম, প্রমুখ।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী