সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে যুবলীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সোনার বাংলা চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর- ০২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালা্হউদ্দিন টিপু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্যা আল নোমান, সাবেক জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন ভুঁইয়া আজাদ, সভায় সভাপতিত্ব করেন সদর পূর্ব যুবলীগের আহ্বায়ক ও ১৬ নং শাকচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু।ঈদ পুনর্মিলনী উপলক্ষে যুবলীগের বিভিন্ন ইউনিটের বিপুল বিক্রমে নেতা- কর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য এড নুরুদ্দিন চৌধুরী নয়ন বলেন, বাংলাদেশে আওয়ামীলীগ একটি পরিবার, এই পরিবারে সবাই সবার আপন। এখানে নেত্রী যা ভালো মনে করে সিদ্ধান্ত দিবেন তা আমরা সকলেই মেনে নিবো।দলীয় শৃঙ্খলা ও আইন মেনে চলবে। সংসদ নির্বাচনসহ সকল নির্বাচনে অসামান্য অবধান রেখেছেন। তিনি আরো বলেন,বিশেষ অতিথির বক্তব্য সালাউদ্দিন টিপু তার বক্তব্য, আসন্ন পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দলের স্বার্থে নেত্রী চাইলে সভাপতি পদে তার প্রার্থীতা ঘোষণা করে বলেন, দলের প্রতি আমাদের পরিবারের অবদান বিবেচনা করে নেত্রী আমার প্রতি সদয় হবেন। যোগ্যতার ভিত্তিতে যুবলীগের বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীদের জেলা উপজেলা ও থানা আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব প্রদানে তিনি অনুরোধ জানান।
যুবলীগ নেতা টিটু চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করেছি, চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি।কোন অন্যায় করিনি। কোন অন্যায় প্রমাণ করতে পারলে সেচ্চায় রাজনীতি ছেড়ে জেলে যাবো।অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের সাবেক সদস্য ও যুবলীগ নেতা মাহবুবর রহমান।
বিপি/কেজে