Home সাহিত্য মুসলিমুর রহমান এর কবিতা : ” জানি ঘুম ভাঙবেনা “

মুসলিমুর রহমান এর কবিতা : ” জানি ঘুম ভাঙবেনা “

by Dhaka Office
A+A-
Reset

” জানি ঘুম ভাঙবেনা ”

  — মুসলিমুর রহমান

আমি জানি তোমাদের ঘুম ভাঙবেনা
কেউ পারবেনা তোমাদের ঘুম ভাঙতে
জেগে ঘুমানো দুলালে বিবর্ন সমাজ
উদিত সূর্য মেঘে ঢাকা তুষার আবৃত গতিহীন পথ।
পারবনা আমি তুমি সে কেউনা,মনে পড়ে
পারেনি নজরুল শুকান্ত শরৎ।

বিবেকের আকাশ ভরেছে গুখেকো এক ঝাক সারশে
নীলিমার দিগন্তে বিচরন শকুন ও শঙ্খ চিলের।
ধুসর পৃথিবীর ক্ষুদ্র প্রানীগুলো ঠায়হীন সন্ত্রস্ত
নেশাগ্রস্ত দোপেয় দৈত্যরা খুজে ফিরে
আফিং গোস্ত রুটি উদ্বাস্ত বালিকার কুঅঙ্গ
ভন্ড পুরহিত সুড়ংগে লুন্ঠিত কড়ি গননায় দিশেহারা
প্রহরায় রত সৌর্য বীর্যহীন যোদ্ধা।

কবি চেয়ে দেখ আকাশে চাদের আলো প্রায় নিস্প্রভ
এখনি ব্যাবসায় নামবে আমাদের মা বোনেরা
জানি তবু তোমাদের ঘুম ভাঙবেনা,
আশক্ত মেধা জেদি মন্ত্র হাতের কাছে দানব
তোমরা যাবে কোথায় জাননা তোমার সর্বাঙ্গে পচন।
রক্তের লাল অনুচক্রিকা ধ্বংস,
চোখ দুটোতে ঘুমের ছুই ছোয়া বিকলাঙ্গ দেহ
তোমাদের কর্ন বধির বাস্তহারার শংকিত
ক্রন্দন তোমাদের কাছে শঙ্খ ধ্বনি সানাইয়ের সুর,
অনাচার অবিচার বৈষম্য শোষন পৈত্রিক ভিটোয় মহাজনের দলবল অনর্গল আনাগোনা
তুমি জাননা মাননা বোঝনা,
মধ্য বয়সি মায়ের গতরে লালসার দৃষ্টি
তোমায় আঘাত করেনা কারন তুমিতো হেরেছ সবই।
সকাল দুপুর বিকেল পেরিয়ে ক্লান্ত প্রহর
অতপর রাত শেষে ভোরে আযানের ধ্বনি
আর তুমি ঘুমিয়ে,মধ্যরাতে ফেরিওয়ালার
বেচাকেনা শেষ, এবার তার বাড়ী ফেরার পালা
জানি তবু তোমাদের ঘুম ভাঙবেনা।

#

বাংলাপ্রেস/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী