দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ঢোলারহাট ইউনিয়নে অর্থনৈতিক উন্নয়নের জন্য (আই.জি.পি) উত্তর বঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প চোপড়া বিডি ০২৫২ কর্তৃক আয়োজিত অভিভাবকদের মাঝে ছাগল, মুরগী ও ক্ষদ্র ব্যবসার জন্য সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
১৭ মার্চ মঙ্গলবার দুপুরে উত্তর বঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প বিডি ০২৫২ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্ট, ঠাকুরগাঁও সদর বাবু মিঠুন কান্ত বর্মন এছাড়াও আরোও উপস্থিত ছিলেন পিডিএ কো-অর্ডিনেটর, কালভেরী ব্যাপ্টিস্ট ট্রাস্ট সুবাস কুমার দাস, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালভেরী ব্যাপ্টিস্ট ট্রাস্টের পালক অধীর বায়েন।
উক্ত অনুষ্ঠানে তিন ধাপে ছাগল ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
১ম ধাপে যে সমস্ত শিশুর ছাগল পালনের প্রশিক্ষণে অভিভাবক গণ অংশগ্রহণ করেছেন ২৫ জনের মধ্যে ছাগল বিতরণ করা হয়। ২য় ধাপে ৯জন অত্র প্রতিষ্ঠানের হতদরিদ্র শিশুদের মধ্যে যারা এস.ভি.সি পায় তাদের ছাগল ও ৩য় ধাপে অত্র প্রতিষ্ঠানের গরীর এবং ক্ষুদ্র ব্যবসায়ের সাথে জড়িত ৫ শিশুর অভিাভাবকদের ৪ হাজার টাকা প্রদান করা হয়।
বিপি/কেজে