দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ২১নং ঢোলারহাট ইউনিয়নের জোতপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা রাতিয়া বর্মনের পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিক্রম রায় বলদেব নামে ১ আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে ওই ১ আসামী জামিনের প্রার্থনা জানালে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে।
জানা যায়,ঠাকুরগাঁও সদর উপজেলার জোতপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা রাতিয়া বর্মনের পরিবারের উপর স্থানীয় একটি কুচক্রী মহল শত্রুতা করে আসছিল।
গত রোববার বসত বাড়ির একটি ঢেউটিনের মালিকানা নিয়ে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বাধে।আসামীদের হামলায় মুক্তিযোদ্ধার ছেলে,পুত্রবধূ সহ কয়েকজন আহত হয়। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিক্রম রায় বলদেব(৩৬) মজেন্দ্র চন্দ্র রায়,(৪১) আশারু বর্মন (৫৮) ধনদেব বর্মন (৩২) প্রতাপ চন্দ্র (২২)দের নাম উল্লেখ করে এ ১৮/০৫/২২তারিখে রুহিয়া থানা মামলা দায়ের করেন।বীব মুক্তিযোদ্ধা রাতিয়া বর্মন বলেন,আমার বাসা থেকে একটি ঢেউ টিন আসামিরা নিয়ে যাওয়ার সময় আমি দেখতে পাই এবং বাধা দিলে তারা আমার মাথায় স্ব জোরে আঘাত করে। মাথায় হেলমেট থাকায় সেটি ভেঙে যায়। আসামীরা সন্ত্রাসী কায়দায় আমার পরিবারের উপর হামলা করে।রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায় বলেন,অপর আসামিদেরকেও গ্ৰেফতারের চেষ্টা চলছে।
বিপি। আর এল