হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা শিল্পের অংশীজন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (২৮ মে) তেঁতুলিয়ার বেরং কমপ্লেক্সে উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় আঞ্চলিক চা বোর্ড পঞ্চগড় এ মতবিনিময় সভার আয়োজন করেছে। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
সভায় বাণিজ্য মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব মালেকা খায়রুন নেচ্ছা, উপসচিব সাদিয়া আরফিন, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের কর্মকর্তা ড. শামিম আল মামুন, বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল, ৪নং ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, চা চাষী মোখলেছুর রহমান, চা কারখানা মালিক ও চা চাষী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। সভার শুরুতে পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা পঞ্চগড়ে চা শিল্পের বিভিন্ন দিক এবং একটি কুঁড়ি, দুটি পাতা মোবাইল অ্যাপ নিয়ে বিস্তারিত প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, পঞ্চগড়ের চা শিল্পে ব্যাপক সম্ভাবনা রয়েছে। কাঁচা পাতার মূল্য নিয়ে কারখানা মালিক ও চাষীদের মধ্যে আরো সমন্বয় প্রয়োজন। এখানে অবশ্যই মানসম্পন্ন পাতা সরবরাহ করা প্রয়োজন। চায়ের মাননিয়ন্ত্রণ করা গেলে অকশন মার্কেটে ভালো দাম পাওয়া যায়। সেক্ষেত্রে চা চাষীরাও ভালো দাম পাবেন। তিনি বলেন, প্রয়োজনে কারখানার সংখ্যা বাড়ানোর অনুমোদন দেয়া হবে।
বিপি/কেজে