Home অন্যান্য পলাশে লেখক ও ছড়াকার জাকির মুরাদের ৪৮তম জন্মদিন পালিত

পলাশে লেখক ও ছড়াকার জাকির মুরাদের ৪৮তম জন্মদিন পালিত

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী জেলার পলাশে সুনামধন্য লেখক ও ছড়াকার জাকির মুরাদের ৪৮তম জন্মদিন পালিত হয়েছে।

বুধবার ১৫ জুন সন্ধ্যায় কামাল হোসেন এর বানিজ্যিক কার্যালয়ে পলাশ সাহিত্য সংসদের উদ্যোগে জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুভেচ্ছা জানাতে বক্তব্য রাখেন কবি সাংবাদিক শাহ্ বোরহান মেহেদী।

এসময় কবিকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন সাহিত্য সংসদের সচিব মেজবাহ্ উদ্দিন ভুইয়া ও নাসিম আজাদ, মোবারক হোসেন, মিনার খাঁন, জিয়াউর রহমান জয়, কামাল হোসেন ও মামুন শাহ্ পিঙ্কু সহ অনান্য সাংবাদিক ও সাহিত্যমুদি বন্ধু-বান্ধব অনেকে।

কবি জাকির মুরাদ এর জন্ম ১৯৭২ খৃষ্টাবে। তিনি নরসিংদীর ঘোড়াশাল পৌর এলেকা বালিয়া গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর বিবাহিত জীবনে দুই সন্তানের জনক। ছোটবেলা থেকেই তিনি ছড়া কবিতা লেখার নেশা ছিলো। তিনি এবয়সেও সে অভ্যাস কাটাতে পারেননি। লিখে যাচ্ছেন মন উজার করে। কর্মজীবন শেষে তাঁর লেখা বেশ কয়েকটি ছড়া ও কবিতার পান্ডুলিপি প্রকাশের পরিকল্পনা রয়েছে।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী