দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন কালভেরী ব্যাপিষ্ট ট্রাস্ট ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় ২১নং ঢোলারহাট চোপড়াপাড়ায় অবিভাবকের মাঝে গরু, সেলাই মেশিন,সবজির বীজ ও স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
২১ জুন মঙ্গলবার দুপুরে উত্তর বঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প চোপড়াপাড়া বিডি ০২৫২ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালভেরী ব্যাপ্টিস্ট ট্রাস্টের পালক অধীর বায়েন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায়,উপজেলা প্রানী সম্পদ অফিসার ডা:হেমন্ত কুমার রায়, প্রকল্পের ম্যানেজার বিভাস রায় প্রমুখ।
অতিথিরা বলেন,এই প্রকল্পটির ২০১২ সাল থেকে সুনামের সাথে শিশু ও অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে শিক্ষা শারীরিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। ১ম ধাপে ৩০টি পরিবারের মাঝে ১৯ প্রকার সবজি বীজ ও চাষাবাদের জন্য স্প্রে মেশিন, ২য় ধাপে ১০টি পরিবারের মাঝে গরু ও ৩য় ধাপে ৯টি পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
বিপি/কেজে