Home বাংলাদেশরংপুর ডোমারে শেখ কামালের জন্ম বার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরণ

ডোমারে শেখ কামালের জন্ম বার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরণ

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে স্বাধীনতার মহান স্থপতি ও হাজার বছররে শ্রেষ্ঠ বাঙালী জাতরি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরে জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টনে শেখ কামাল এঁর ৭৩
তম জন্ম বার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকালে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত কৃষি সম্প্রসারেণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা চত্বরে ২ শতাধীক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রমজি আলম,
উপজলো পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালকে সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, জেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজলো আ’লীগের নব-নির্বাচিতি সভাপতি এ্যাডভোকটে মনোয়ার হোসনে, সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী মঞ্জু, উপজলো মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার নুরননবী, পৌর
কমান্ডার ইলিয়াস হোসেন, কমরেড মফিজার রহমান দুলাল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন-নবী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আনিছুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিব মর্তুজা, উপজলো
আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মনজিলুর রহমান মঞ্জু, নব-গঠিত কমিটির উপজেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যাপক আলহাজ্ব করিমুল ইসলাম, আরমিন আক্তার, যুগ্ন সাধারণ সম্পাদক আসমা সিদ্দিকা বেবী, সাংস্কৃতিক সম্পাদক শিল্পী আক্তার বানু উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০টায় শহীদ ক্যাপ্টনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য র্অপণ করে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী