Home বাংলাদেশরংপুর ঠাকুরগাঁওয়ে বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে ১শ উপকারভোগীকে চেক প্রদান

ঠাকুরগাঁওয়ে বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে ১শ উপকারভোগীকে চেক প্রদান

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে ১০দিন ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২২ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে পাকলিক ক্লাব মাঠে এর সমাপনী অনুষ্ঠঅন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে ২টি সামাজিক বনায়নকারী সমিতির উপকারভোগীদের মাঝে চেক প্রদান করা হয়।

দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান,বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মির্জা তারেক আহম্মেদ বেগ ও ঠাকুরগাঁও পৌর মেয়র আন্জুমান আরা বন্যা প্রমুখ।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রুহিয়া সামাজিক বনায়ন ও উপকার ভোগী সমিতির সভাপতি রফিকুল ইসলাম।
জেলা প্রশাসক মাহবুবুর রহমান ঠাকুরগাঁও জেলাকে বজ্রপাত প্রবন এলাকা হিসেবে দাবি করে বাড়ির আশেপাশে বজ্রপাত নিরোধকবৃক্ষ হিসেবে তাল গাছ রোপনের গুরুত্ব তুলে ধরেন।এছাড়াও ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাবে সকল প্রকার জিনিসপত্রের মূল্য বৃদ্ধিতে সকলকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দেন।

সমাপনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের সামাজিক বনায়ন সমিতির ৫০ জন সদস্যের প্রত্যেককে ৬৩,৭১১.৭০ টাকার চেক এবং রানীশংকৈল উপজেলার একটি সামাজিক বনায়ন সমিতির ৫০ জন উপকারভোগীদের প্রত্যেককে ৩২,৬০০.৩৩ টাকার চেক প্রদান করা হয়।রুহিয়া সমিতির উপকার ভোগী দবিরুল ইসলাম ও আব্দুল মজিদ চেক গ্রহন করেন।এছাড়াও কয়েকজন নার্সারী মালিককে ক্রেষ্ট প্রদান করা হয়।উল্লেখ্য,গত ৪ আগষ্ট ঠাকুরগাঁও শহরের পাবলিক ক্লাব মাঠে ১০দিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী