আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে গাঁজা সহ আব্দুল হক টুরু (৪৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড সহ জরিমানা করা হয়েছে। গত রোববার সকাল ১১টায় উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে ৭টি পুরিয়া গাঁজা সহ তাকে আটক করা হয়।
পরে, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০ টাকা জরিমানা করেন। আটককৃত আব্দুল হক (টুরু) ডোমার পৌরসভার ছোটরাউতা এলাকার মৃত ইউনুস আলীর পুত্র। এবিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাসস্টান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (২১) ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
বিপি/কেজে