Home বাংলাদেশরংপুর উপ-নির্বাচনে সদস্য পদে আসাদুজ্জামান ভেনাস নির্বাচিত

উপ-নির্বাচনে সদস্য পদে আসাদুজ্জামান ভেনাস নির্বাচিত

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়ন ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের উপ-নির্বাচনে ৫৯ ভোটের ব্যবধানে বিজয়ী লাভ করেছেন আসাদুজ্জামান ভেনাস।
এই ইউনিয়নে প্রথম বারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (এভিএম) পদ্ধতির মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ নভেম্বর) সকাল ৯টায় ভোট গ্রহন শুরু হয় এবং বিকাল ৪টা পর্যন্ত চলে। ভোট চলাকালীন সময়ে কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি। আইন আইন শৃঙ্খলা বাহিনীর ছিলেন কঠোর অবস্থানে। উক্ত উপ-নির্বাচনে সাধারণ সদস্য পদে ৩ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। তাদের মধ্যে আসাদুজ্জামান ভেনাস ফুটবল প্রতীকে ৬ শত ৩৬ ভোট পেয়ে বিজয়ী লাভ করেছেন তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মৃত ইউপি সদস্য তফিজুল ইসলামের
ছেলে ফাইয়াজুল ইসলাম বাঁধন মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ৫শত ৭৭ ভোট। নির্বাচনেন প্রিজাইডিং কর্মকর্তা হিসাবে দ্বায়িত্ব পালন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনিসুজ্জামান। আইন শৃঙ্খলা বাহিনীর দ্বায়িত্বে ছিলেন ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী। এ সময় ভোটকেন্দ্র পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রমিজ আলম, সহকারী কমিশনার ভুমি জান্নাতুল ফেরদৌস হ্যাপি, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, ওসি তদন্ত মাসুদ করিম, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের
ইনচার্জ মশিউর রহমান, কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান। ভোটকেন্দ্রে পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার ও ভিডিপির সদস্যগণ আইন শৃঙ্খলার দ্বায়িত্ব পালন করেন। বিকাল ৫টায় নিব প্রিজাইডিং কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনিসুজ্জামান ভোট গননার পর বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য যে, চলতি বছরের ৫ই জানুয়ারী অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেতকীবাড়ী
ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন তফিজুল হক। গত ২৭মে সড়ক দূর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করায় উক্ত ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হলো। এই কেন্দ্রে মোট ১৫শত ৫৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আসাদুজ্জামান ভেনাস নির্বাচিত হওয়ায় তার সমর্থকগণ ফুলের শুভেচ্ছা দিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী