Home বাংলাদেশচট্টগ্রাম ‘গণতান্ত্রিক প্রক্রিয়াকে হত্যা করেছে আওয়ামী লীগ’

‘গণতান্ত্রিক প্রক্রিয়াকে হত্যা করেছে আওয়ামী লীগ’

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, ১৯৯৬ সালে জামায়াতকে সঙ্গে নিয়েই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিল। আমরা তখন তাদের সিদ্ধান্ত মেনে নিয়েছিলাম। এখন তারাই বলছে তত্ত্বাবধায়ক সরকার দেওয়া হবে না। তারা বলছে শেখ হাসিনার অধীনেই নির্বাচন করতে হবে। কিন্তু তা কখনো সম্ভব নয়। গণতান্ত্রিক প্রক্রিয়াকে আওয়ামী লীগ হত্যা করেছে। দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।সোমবার (২ জানুয়ারি) দুপুরে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুরের গোডাউন রোড এলাকার বাসভবন প্রাঙ্গণে জেলা ছাত্রদলের ব্যানারে এ আয়োজন করা হয়। এ সময় নেতাকর্মীরা বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়া ও বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নিশর্ত মুক্তি চেয়ে বিভিন্ন স্লোগান দেন।

জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাছিবুর রহমান, বেএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, মাহবুবুর রহমান লিটন, অধ্যাপক নিজাম উদ্দিন, শাহ মোহাম্মদ এমরান ও কামরুজ্জামান সোহেল প্রমুখ।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আবদুল আলিম হুমায়ুন, সাবেক যুবদল নেতা সাইফুল ইসলাম শাহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন ও সাধারণ সম্পাদক হারুনুর।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী