Home বাংলাদেশ বাংলাদেশের দুই শ্রেণির নাগরিক ভিসা ছাড়াই যেতে পারবেন আর্জেন্টিনা

বাংলাদেশের দুই শ্রেণির নাগরিক ভিসা ছাড়াই যেতে পারবেন আর্জেন্টিনা

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ঢাকা: কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারী বাংলাদেশিরা ভিসা ছাড়াই যেতে পারবেন আর্জেন্টিনা। এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চুক্তিতে সই করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া, ফুটবল ও কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতায় দুটি সমঝোতা স্মারক সই হয়।

এর মাধ্যমে বাংলাদেশের ফুটবল খেলোয়াড়রা আর্জেন্টিনায় প্রশিক্ষণের সুযোগ পাবেন।
সেইসাথে কূটনৈতিক প্রশিক্ষণেও দুদেশ একে অপরকে সহযোগিতা করবে। এসময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন আর্জেন্টিনাকে বাংলাদেশে বিনিয়োগে আহ্বান জানান। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো বলেন, বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে কাজ করবে দুই দেশ।

এদিন বিকেলে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাসের উদ্বোধন করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। এসময় তিনি বলেন, ১৯৭৪ সালে বাংলাদেশ আর্জেন্টিনার দূতাবাস খোলা হয়। কয়েকবছর পর জান্তা সরকারের সময় অ্যাম্বাসি বন্ধ হয়ে যায়। বাংলাদেশের মানুষ আর্জেন্টিনার জন্য অনবরত ভালোবাসা দেখিয়ে গিয়েছে। তারা আর্জেন্টিনাকে ভুলে যায়নি, সেজন্যই আবারও বাংলাদেশে দূতাবাস চালু করছি।
বিপি>আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী