নোয়াখালীতে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেফতার

বাংলাপ্রেস ডেস্ক
১ মার্চ, ২০২৩

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বীজবাগ ইউপির কাজিরখিল গ্রামের মৃত সিরাজ উল্লার ছেলে ছানা উল্লাহ ও ডমুরুয়া ইউপির ডমুরুয়া গ্রামের মৃত আবদুল মুন্নাফের ছেলে মো.মনছুর আলী।

বুধবার (১ মার্চ) বিকেলে আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, মঙ্গলবার দিবাগ রাতে তাদের গ্রেফতরা করা হয়।

সেনবাগ থানার (ওসি)মো.ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিপি>আর এল