Home আন্তর্জাতিক মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি বিরোধী সংস্থা। তার বিরুদ্ধে দুর্নীতির কয়েকটি অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৯ মার্চ) মুহিউদ্দিন গ্রেপ্তার হওয়ার পর তার সমর্থকরা বলছেন, প্রতিশোধস্পৃহা থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি তাকে রাজনৈতিকভাবে দুর্বল করে দেওয়ার চেষ্টা।

মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে আনোয়ার ইব্রাহিমের কাছে মুহিউদ্দিনের পরাজয়ের তিনমাসের মাথায় তাকে গ্রেপ্তার করা হলো। এর ফলে দেশটিতে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। ২০১৮ সাল থেকে মালয়েশিয়ায় চারবার প্রধানমন্ত্রী বদল হয়েছে। ক্ষমতার অপব্যবহার এবং অর্থ পাচার সংশ্লিষ্ট আইনের আওতায় মুহিউদ্দিনের বিরুদ্ধে রাজধানী কুয়ালালামপুরে আদালতে অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মহিউদ্দিনের সরকারের চালু করা অর্থনীতি পুনরুদ্ধার প্রকল্প বিষয়ে এই অভিযোগ আনা হবে বলে জানিয়েছে মালয়েশিয়ান অ্যান্টি-কোরাপশন কমিশন (এমএসিসি)।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী