স্বর্ণের দাম কমেছে

বাংলাপ্রেস ডেস্ক
২১ মার্চ, ২০২৩

বাংলাপ্রেস ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। রেকর্ড দাম বৃদ্ধির তিনদিনের মাথায় এ দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন -বাজুস।

মঙ্গলবার (২১ মার্চ) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর এক বৈঠকে দাম কমানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। এরপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের মূল্য কমানোর বিষয়ে ঘোষণা দেয় বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাঁকা স্বর্ণ) দাম কমায় এই সিদ্ধান্ত নিয়েছে বাজুস। বুধবার (২২ মার্চ) থেকে নতুন দাম কার্যকর হবে। নতুন নির্ধারিত দামে সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৯৭ হাজার ৬২৮ টাকা করা হয়েছে।

বিপি>আর এল