ঢাকাস্থ ‘পার্বতীপুর সমিতি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে ৩১ মার্চ

বাংলাপ্রেস ডেস্ক
২৭ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকাস্থ পার্বতীপুর সমিতি’র ইফতার মাহফিল আগামী ৩১ মার্চ রোজ শুক্রবার গ্রান্ড প্রিন্স এন্ড চাইনিজ রেষ্টুরেন্ট শ্যামলী আদাবর ঢাকায় অনুষ্ঠিত হবে।

‘যেখানেই থাকি থাকুক হৃদয়ে পার্বতীপুর, যতদিন বাঁচি বাঁচুক প্রাণে পার্বতীপুর’এই শ্লোগানকে বুকে ধারণ করে ২০১৭ সালে ঢাকাস্থ পার্বতীপুরের এক ঝাক নবীন ও প্রবীনের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় পার্বতীপুর সমিতি। প্রতিষ্ঠার পর থেকে উক্ত সমিতির সদস্যরা ঢাকা নারায়ণগঞ্জ, সাভার ও গাজিপুরে বসবাসরত পার্বতীপুরের তরুণদের উক্ত সমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে। ঢাকায় বসবাসরত পার্বতীপুরবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোদ স্থাপনের নিমিত্তে প্রতিবছর এ সমিতি বিভিন্ন সামাজিক, সাংস্কিতিক ও বার্ষিক বনভোজনের আয়োজন করে থাকে।

সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি সকল সদস্যকে যথাসময়ে উক্ত ইফতার মাহফিলে উপস্থিত থাকতে বিনীত অনুরোধ করেছেন।

অনুষ্ঠান সম্পর্কিত যে কোন বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন ০১৯১৪-৮৭৪-৬৫০ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিপি>আর এল