Home বাংলাদেশ চিনির দাম কমল, শনিবার থেকে কার্যকর

চিনির দাম কমল, শনিবার থেকে কার্যকর

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে স্বস্তির খবর দিলো বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন (বিএসআরএ)। নতুন দর অনুযায়ী প্রতিকেজি খোলা চিনি ১০৭ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১০৪ নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্যাকেটজাত চিনির দাম ১১২ টাকা থেকে কমিয়ে ১০৯ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দর আগামী শনিবার (৮ এপ্রিল) থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ সংক্রান্ত টাস্কফোর্সের ১৯ মার্চ, ২০২৩ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ সুগার রিফাইনার্স এসোসিয়েশনের ২৭ মার্চ, ২০২৩ তারিখের আবেদন পর্যালোচনায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী পরিশোধিত চিনির দাম সমন্বয় করা হলো।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী