Home বাংলাদেশময়মনসিংহ ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৮ তম জন্ম বার্ষিকী পালিত

ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৮ তম জন্ম বার্ষিকী পালিত

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

দিলীপ কুমার দাস, ময়মনসিংহ থেকে: হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ এপ্রিল ) দুপুরে সার্কিট হাউজ মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে হোমিও ডক্টর অ্যাসোসিয়েশন ময়মনসিংহ শাখা আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম।

হোমিও ডক্টরস অ্যাসোসিয়েশনের (হোডা) জেলা সভাপতি প্রফেসর ড. পরেশ চন্দ্র মোদকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুজ্জামান খান রোমেলের সঞ্চালনায় শোভাযাত্রা পুর্ব সমাবেশে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শফিক উল্লাহ, হোডার সহ-সভাপতি ডা. মুসলেমউদ্দিন ও ডা. নূরুল ইসলাম (অবঃ ডিএলও) , ময়মনসিংহ হোমিও মেডিক্যাল কলেজের সিনিয়র শিক্ষক ডা. গোলাম মোস্তফা, ডা. পি কে রাউত রঞ্জন, ডা. গোরী সেন, অধ্যাপক নূরে আলম সিদ্দিক, ডা. ওবায়দুল্লাহ, ডা. শহিদুল ইসলাম, ডা. হাবিবুর রহমান, ডা. এটিএম সায়েম চৌধুরী, ডা. সিদ্দিকুর রহমান, ডা. রাজিউল ইসলাম প্রমূখ।

এসময় বৃহত্তর ময়মনসিংহের দুই শতাধিক হোমিও চিকিৎসক উপস্থিত ছিলেন। বক্তারা হোমিও চিকিৎসকদের নামের আগে ডাক্তার পদবি লেখা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের সরকারি আদেশ জারির আহ্বান জানান। পরে মোটরবাইকসহ বণার্ঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি করপোরেশনের সামনে এসে শেষ হয়।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

১১১ শেলডন রোড # ১৮৮৪, ম্যানচেস্টার, কানেকটিকাট ০৬০৪২

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী