Home বাংলাদেশচট্টগ্রাম প্রধানমন্ত্রীর উপহারের চাল পেলো লক্ষ্মীপুরের ৬৫০০ অসহায়

প্রধানমন্ত্রীর উপহারের চাল পেলো লক্ষ্মীপুরের ৬৫০০ অসহায়

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে লক্ষ্মীপুরে ১০ কেজি করে সাড়ে ৬ হাজার পরিবারকে চাল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। পৌর শহরের হ্যাপী হলের সামনে আলোচনা সভা শেষে উপকারভোগীদের হাতে চালের ব্যাগ তুলে দেন মেয়র।

প্রধানমন্ত্রীর উপহারের চাল পেলো লক্ষ্মীপুরের ৬৫০০ অসহায়

পৌরসভা সূত্র জানায়, লক্ষ্মীপুরে ১৫টি ওয়ার্ডে সাড়ে ৬ হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের আওতায় আনা হয়। এসব পরিবারের মধ্যে চাল বিতরণ কার্যক্রম চলছে।

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে ভিজিএফের চাল বিতরণ করা হয়। এটি নিম্ন আয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার। তার পক্ষ থেকেই এ চাল বিতরণ করা হয়েছে।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী