Home রাজনীতিবিএনপি বাংলাদেশের গণতন্ত্র নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রও সংশয়ে : আমীর খসরু

বাংলাদেশের গণতন্ত্র নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রও সংশয়ে : আমীর খসরু

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ঢাকা: বাংলাদেশের গণতন্ত্র, আগামী দিনের নির্বাচন, আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রও সংশয়ে আছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহামুদ চৌধুরী।

রবিবার (১৬ এপ্রিল) বিকালে চট্টগ্রাম মহানগর বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু এসব কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূতের সাথে বিএনপির একটি প্রতিনিধি দলের সভা আগামী দিনের নির্বাচনসহ নানা বিষয়ে কথা হয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মো. নাসির উদ্দীন, উত্তর জেলা বিএনপির আহহ্বায়ক গোলাম আকবর খোন্দকার, মহানগর বিএনপির আহবায়ক ডা.শাহাদাত হোসেন ও আবুল হাসেম বক্কর বক্তব্য রাখেন।

বিরোধী দলের চলমান আন্দোলন বিশ্বব্যাপী আলোচিত হয়েছে জানিয়ে আমীর খসরু বলেন, আগামী দিন কি ধরনের বাংলাদেশ হতে পারে তা নিয়ে সবার সংশয় রয়েছে। তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন রেজিম এখন বিশ্ববাসীর নজরদারীতে আছে বলে জানান আমীর খসরু।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী