ক্ষমতা রাখতে মরণ কামড় দিচ্ছে ক্ষমতাসীন দল: ফখরুল

বাংলাপ্রেস ডেস্ক
১৯ মে, ২০২৩

বাংলাপ্রেস ঢাকা: ক্ষমতা ধরে রাখতে আওয়ামী লীগ মরণ কামড় দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গায়েবি মামলায় গ্রেপ্তারের প্রতিবাদ, ১০ দফা দাবিতে রাজধানীর শ্যামলীতে শুক্রবার ঢাকা মহানগর উত্তর বিএনপির সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ক্ষমতা ধরে রাখতে মরণ কামড় দিচ্ছে ক্ষমতাসীন দল। দেশ বিদেশে সরকার নিজেদের গ্রহণযোগ্যতা হারিয়ে ক্ষমতা ধরে রাখতে এখন হামলা মামলা নির্যাতনের পথ বেছে নিয়েছে।

‘পুলিশ প্রশাসন ব্যবহার করে যারা ক্ষমতায় টিকে থাকে তারা জনগনের ভাষা বুঝতে চায় না। বর্তমান সরকারের সময় শেষ। জীবন বাজি রেখে হলেও সরকারের পতন নিশ্চিত করেই ঘরে ফিরবে বিএনপি।’

সমাবেশের শুরুতে বক্তব্য দেন মহানগর ও দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। তাদের অভিযোগ মামলা-গ্রেপ্তারের মধ্য দিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করে আবারো একতরফা নির্বাচন করতে চায় ক্ষমতাসী দল। তবে, এবার তা সফল হতে দেয়া হবে না বলে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন তারা। একই দাবিতে শনিবার ঢাকা মহানগর দক্ষিনসহ ২১ জেলাতে সমাবেশ করবে বিএনপি।

বিপি>আর এল