প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ সমাবেশ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)প্রতিনিধিঃ রাজশাহীতে বিএনপি নেতা কর্তৃক প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকীর প্রতিবাদে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
সোমবার (২২ মে ) উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মুক্তযুদ্ধ চত্বরে এসে সমাবেশ করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম হারুন অর রশিদ(হারুন),সহ-দপ্তর সম্পাদক রুহুল আমিন রাহুল, আঠারবাড়ী ইউপি চেয়ারম্যান জুবের আলম কবীর (রুপক) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক এ.এইচ.এম.সাইফুল ইসলাম,মুক্তিযোদ্ধা সন্তান রবিন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
বিপি>আর এল