Home আন্তর্জাতিক শপথ নিয়েই নতুন মন্ত্রিসভা ঘোষণা করলেন এরদোয়ান

শপথ নিয়েই নতুন মন্ত্রিসভা ঘোষণা করলেন এরদোয়ান

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: তুরস্কে প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এরপরই নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন তুরস্কের ক্ষমতাধর প্রেসিডেন্ট।

শনিবার শপথগ্রহণের মাধ্যমে নিজের ক্ষমতাকে তৃতীয় দশকে নিয়ে গেছেন তুরস্কের এই প্রেসিডেন্ট।

 

আঙ্কারায় প্রেসিডেন্ট প্যালেসে আয়োজিত ওই অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। এছাড়া ন্যাটো, ওআইসিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন অনুষ্ঠানে।

শপথ নেওয়ার পর ১৮ সদস্যের নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন এরদোয়ান। মন্ত্রিসভায় তুরস্কের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন সেভডেত ইলমাজ। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হাকান ফিদান। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আলী ইয়ারলিকায়া, অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মেহমেত সিমসেক।

এছাড়া প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ইয়াসার গুলার। শিক্ষামন্ত্রী ইউসুফ তেকিন, আইনমন্ত্রী ইলমাজ তুনশি, স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে ফাহরেত্তিন কোচাপরিবার ও সমাজসেবা মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মাহিনুর ওজদেমি।

যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ওসমান আসকিন।

গেল ২৮ মে দ্বিতীয় দফা নির্বাচনে ৫২ দশমিক ১৮ শতাংশ ভোট পেয়ে আরও পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন এরদোয়ান।

বিশ্লেষকরা বলছেন, তুরস্কে কট্টর কর্তৃত্ববাদ নীতি আরও প্রসারিত করবেন এরদোয়ান। একইসঙ্গে ন্যাটোর সদস্য রাষ্ট্র হিসেবেও অবস্থান শক্তিশালী করবে।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

১১১ শেলডন রোড # ১৮৮৪, ম্যানচেস্টার, কানেকটিকাট ০৬০৪২

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী