Home আন্তর্জাতিক বোস্টনকে ‘নরক’ বানাতে চান ট্রাম্পের সীমান্ত প্রধান টম হোমান

বোস্টনকে ‘নরক’ বানাতে চান ট্রাম্পের সীমান্ত প্রধান টম হোমান

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

ট্রাম্পের বর্ডার জার টম হোম্যান ও বোস্টনের পুলিশ কমিশনার মাইকেল কক্স

 

 

নোমান সাবিত: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের বোস্টনে ‘নরক নিয়ে আসার’ হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত বিষয়ক প্রধান টম হোমান। স্থানীয় সময় শনিবার (২২ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স (সিপিএসি)-এর সভায় বক্তব্য প্রদানকালে এ হুমকি দেন।
তিনি তার বক্তব্যের শুরুতেই আপত্তিকর শব্দ ব্যবহার করেন এবং বলেন, তিনি ‘কাউকে অপমান করলে তাতে কিছু যায় আসে না।’
হোমান সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সীমান্ত নীতির কঠোর সমালোচনা করেন। তিনি দাবি করেন যে বারাক ওবামা ও বিল ক্লিনটনের মতো সাবেক প্রেসিডেন্টরাও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছিলেন, কারণ তারা বুঝতেন যে সীমান্ত নিরাপত্তা ছাড়া জাতীয় নিরাপত্তা সম্ভব নয়। পরে, হোমান অভিবাসন নীতিতে সহযোগিতার অভাবের অভিযোগ তুলে নির্দিষ্ট কয়েকটি আইন প্রয়োগকারী সংস্থাকে লক্ষ্যবস্তু করেন, এর মধ্যে বোস্টন পুলিশ বিভাগও ছিল।
হোমান বলেন, বোস্টনের পুলিশ কমিশনার তুমি বলেছিলে যে আইন প্রয়োগকারী সংস্থা বা আইসিকে (আইসিই) সহায়তা না করার ব্যাপারে তোমরা আরও কঠোর হবে। আমি বোস্টনে আসছি। আমি আমার সঙ্গে নরক নিয়ে আসছি।
গত নভেম্বরে ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তার সাবেক ভারপ্রাপ্ত অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) প্রধান টম হোমান তার দ্বিতীয় প্রশাসনে সীমান্ত নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবেন।
হোমান বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও উত্তর সীমান্ত পাশাপাশি সামুদ্রিক ও বিমান নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী