Home বাংলাদেশ কাঠগড়ায় দাঁড়িয়ে মেননকে ইনু, ‘দিন আমাদেরও আসবে’

কাঠগড়ায় দাঁড়িয়ে মেননকে ইনু, ‘দিন আমাদেরও আসবে’

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: গ্রেপ্তার শুনানির জন্য আদালতে তোলা হয় আওয়ামী লীগের সহযোগী দুটি দলের হেভিওয়েট নেতা জাসদের ইনু ও ওয়ার্কার্স পার্টির মেননকে। কাঠগড়ায় দাঁড়িয়ে তারা শুনানি শুনছিলেন। একপর্যায়ে ইনু হেসে মেননকে বলেন, ‘দিন আমাদেরও আসবে।’ এ সময় মেননও মুচকি হাসেন।

বুধবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে এমন দৃশ্যের দেখা মেলে।

কাঠগড়ায় দাঁড়িয়ে মেনন একটু বেশিই মনোযোগ দিয়ে শুনানি শুনছিলেন। পাশে দাঁড়িয়ে ইনুও যেন তাকে সঙ্গ দিচ্ছিলেন।

এদিকে শুনানি শেষে ইনু ও মেননকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর তাদের আবার কড়া নিরাপত্তায় হাজতখানায় নেওয়া হয়।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী