Home আন্তর্জাতিক নিউ ইয়র্কে দু’গ্রুপের সংঘর্ষে শিশুসহ দুই নারী গুলিবিদ্ধ

নিউ ইয়র্কে দু’গ্রুপের সংঘর্ষে শিশুসহ দুই নারী গুলিবিদ্ধ

by bnbanglapress
A+A-
Reset

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে শিশুসহ দুই নারী। স্থানীয় সময় শনিবার (৮ মে) টাইমস স্কয়ারে হয় এ ঘটনা। কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে হঠাৎই সংঘর্ষে জড়িয়ে পড়ে ৫ থেকে ৬ জন। তাদের সবার হাতেই ছিলো বন্দুক। সংঘর্ষের কারণ সম্পর্কে এখনও কিছু জানায়নি পুলিশ। সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, আহতদের একজন চার বছরের শিশু ও অপর দু’জন নারী। স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। তবে আহতরা কেউই ঘটনার সাথে সংশ্লিষ্ট নয়।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

১১১ শেলডন রোড # ১৮৮৪, ম্যানচেস্টার, কানেকটিকাট ০৬০৪২

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী